হাওজা নিউজ এজেন্সি: শেইখ আলী দামুশ জানান, যুক্তরাষ্ট্র–জায়নিস্ট ষড়যন্ত্র প্রতিরোধের চেতনাকে নিঃশেষ করতে পারবে না; বরং শত্রুর প্রতি কোনো ধরনের নতি স্বীকারও আঞ্চলিক সমীকরণে হিজবুল্লাহর অবস্থানকে পরিবর্তন করতে পারবে না।
লেবাননের পরিস্থিতি ও যুক্তরাষ্ট্র–ইসরায়েলের চলমান হুমকি এবং আগ্রাসনের প্রসঙ্গে শেইখ দামুশ বলেন, দখলদার ইসরায়েল যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থনে প্রতিদিন লেবাননের বিরুদ্ধে আগ্রাসন চালিয়ে যাচ্ছে। তারা লেবানিজ জনগণকে বিচ্ছিন্ন ও চাপের মধ্যে রেখে প্রতিরোধের মনোবল দুর্বল করার চেষ্টা করছে।
তিনি আরও জানান, হিজবুল্লাহ অস্ত্রবিরতি চুক্তিতে সম্মত হয়ে এর সব শর্ত মেনে চলছে; অথচ জায়নিস্ট শাসনব্যবস্থা এ চুক্তি এখন পর্যন্ত পাঁচ হাজার বারেরও বেশি লঙ্ঘন করেছে। লেবাননের ভূখণ্ডে ইসরায়েলের আগ্রাসন ও দখলদারিত্ব যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থনেই অব্যাহত রয়েছে।
আপনার কমেন্ট